বাবার কাছে শিখেছি কিভাবে মানুষের সেবা করতে হয়ঃ চিত্রনায়িকা শাহনূর

0
535

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

বিনোদন বিভাগ

করোনার এই ক্রান্তিকালে অনেকেই আছেন যারা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অনেকদিন ধরেই বিভিন্ন দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন ঢাকাই ছবির অন্যতম নায়িকা শাহনূর। এর আগেও তাকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে সাথে দেখা গেছে।

এবার তিনি দাঁড়ালেন করোনার প্রাদূর্ভাবে সুবিধাবঞ্চিত মানুষের পাশে। নিম্ন আয়ের লোকজন যারা খেতে পারছে না তাদেরকে খাবার ও সাহায্য দিতে পৌঁছে গেছেন তিনি। করোনার এই প্রাদুর্ভাবের সময়ে নিম্ন আয়ের মানুষ জীবন ধারণে হিমশিম খাচ্ছেন। সেই সব মানুষের কথা বিবেচনা করে সহযোগিতার হাত বাড়ালেন শাহনূর। নিজের সাধ্য মতো চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়ানোর।

সম্প্রতি নিজের ফেসবুকে এক পোস্টে শাহনূর লিখেছেন, আমার আব্বু আর্মি ডক্টর ছিলেন, সেই ছোট্টবেলা থেকে আব্বু-আম্মুকে দেখে, আমি সোশ্যাল ওয়ার্ক করা শিখেছি। মানুষকে কীভাবে সেবা করতে হয়, মানুষের পাশে কীভাবে দাঁড়াতে হয়, সেটা শিখেছি। তিনি আরও লিখেছেন, নিজের সামর্থ্য অনুযায়ী, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আর দেশের এই দুর্দিনে কাউকে সাহায্য সহযোগিতা করে লোক দেখাতে আমি চাইনি।

শাহনূর বলেন, সুবিধাবঞ্চিতদের কথা চিন্তা করে কিছুটা সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি সবাইকে বলবো, যার যার সামর্থ অনুযায়ী এসব মানুষের পাশে দাড়াতে। এছাড়া যেসব সতর্কতার কথা বলা হচ্ছে সেগুলো মেনে চলতে হবে। বার বার হাত ধুতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে। আর সব থেকে বড় কথা হলো বাসায় থাকতে হবে। তাহলেই আমরা নিরাপদে থাকতে পারবো।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108