শুক্রবারের আপডেটঃ বাংলাদেশে মোট আক্রান্ত ৪২৪জন, মৃত ২৭জন, সুস্থ ৩৩জন

0
370

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনাভাইরাসের ভয়াল থাবায় পুরো বিশ্বই আজ স্তব্ধ। দেশে দেশে চলছে লকডাউন, ঘরে বন্দি কোটি কোটি মানুষ। তবুও প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। আক্রান্ত বাড়ছে প্রতি মিনিটে।

আজ বাংলাদেশে নতুন করে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নতুন করে ৯৪ জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

শুক্রবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ৯৪ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪২৪ জনে।

ডা. ফ্লোরা আরও জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতে দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

বৈশ্বিক মোট পরিস্থিতিঃ

বাংলাদেশে আক্রান্ত ৪২৪ জন, মৃত ২৭ জন,  সুস্থ ৩৩ জন এবং

সারাবিশ্বে আক্রান্ত ১.৬৫০.২১০ জন, মৃত ১০০.৩৭৬ জন,  সুস্থ ৩৬৮.৬৬৯ জন।

সূত্রঃ জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108