মানুষ মানুষের জন্য; পুলিশও মানুষের জন্য

0
309

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

শ্রীমঙ্গল থানায় হতদরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য মজুত রাখা হয়েছে চাল, ডালসহ প্রয়োজনীয় খাদ্যসমাগ্রী। সার্কেল এ এস পি আশরাফুজ্জামান ও ওসি আব্দুছ ছালেক যে কোন এলাকা থেকে খাদ্য সংকটের খবর পেলেই রাতের বেলা বাড়ি বাড়ি চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, সাবান, আলু পৌঁছে দিচ্ছেন। সঙ্গে আছেন পরিদর্শক তদন্ত সোহেল রানা।

আজ ১২ এপ্রিল রাত পৌণে নয়টার দিকে শুরু হয় প্রয়োজনীয় খাদ্যসমাগ্রী বিতরনের জন্য পুলিশ ভ্যান নিয়ে ছুটেছেন তারা। এরই মধ্যে মির্জাপুরে পাঠানো হয়েছে ১০ পরিবারের জন্য খাদ্য সামগ্রী। জানা গেছে, করোনার শুরু থেকেই সার্কেল এএসপি আশরাফুজ্জামান প্রতিরাতেই ওসি মো আব্দুছ ছালেক ও অন্যান্য কর্মকর্তা, পুলিশ সদস্যদের সাথে নিয়ে এসব খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন এলাকার বেকারও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108