মিরপুরে ৫০০ পরিবারকে ত্রাণ দিলেন উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি

0
368

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

করোনাভাইরাস সংকটে নিম্ন মধ্যবিত্ত মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে ৫ শতাধিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন খ্রিস্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি।

শনিবার (১১ এপ্রিল) এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মূলত করোনাভাইরাস সংকটের কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। তারা সাধারণত কারো কাছে সাহায্য চাইতে পারে না। তাই ৫ শতাধিক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল- চাল, ডাল, আলু, তেল ও সাবান। এ সময় বাপ্পির স্ত্রী বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য দীপিকা সমদ্দার, লিপন মণ্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাপ্পির স্ত্রী দীপিকা সমদ্দার বলেন, ‘করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষরা সংকটে পড়েছে। তাই আমরা ব্যক্তিগত উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের সভাপতি জনাব শেখ বজলুর রহমান ভাই ও সাধারণ সম্পাদক জনাব এস এম মান্নান কচি ভাই ত্রান-সাহায্য শুরু থেকেই সমর্থন ও উৎসাহ যুগিয়েছেন। আমি উনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108