প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
১৩ এপ্রিল সোমবার থেকে শ্রীমঙ্গলের মাছ ও সবজির বাজার ভানুগাছ রোড রেলওয় মাঠে স্হানান্তর করা হবে। শ্রীমঙ্গল সবজি ও মাছ বাজার রেলওয়ে মাঠে স্থানান্তর।
রবিবার শহরের এসব বাজারে গিয়ে হ্যান্ড মাইকে এমন ঘোষণা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় তিনি বলেন আগামীকাল সোমবার থেকে কেউ এসব বাজারে কোন দোকান বসাতে পারবেনা।
এসময় তিনি আরও ঘোষনা করেন রেলওয়ে মাঠে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে ত্রেুতা-বিত্রেুতারা বেচাকেনা করবেন, কেউ এর ব্যতিত্রুম করলে কঠোর আইনানুগ ব্যবস্হা গ্রহন করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত সোহেল রানা, সেনাবাহিনী, পুলিশ, পৌর সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম জহির, পৌর কাউন্সিলরও প্যানেল মেয়র ২ মীর এম এ সালাম, আলকাছ মিয়া, বাজার ইজারাদার দুলাল হাজীসহ ব্যাবসায়ী বৃন্দ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108