আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের খবরটি গুজব এবং সঠিক নয়

0
398

ডেস্ক রির্পোটঃ ইসলাম ও র্ধম বিভাগ

দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সুত্রে মতে কিছুক্ষণ আগে জানা গেছে যে, হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ তবে তার মৃত্যুর সংবাদটি গুজব এবং সঠিক নয়।

প্রাপ্ত তথ্যটি হুবহু দেয়া হলোঃ

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লিহ,
হযরত আগের মতই সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আমরা জামিয়া কর্তৃপক্ষ হযরতের রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের জন্য এবং সকল মুমিন মুসলমানের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি,

আল্লাহপাক যেন হযরতকে এবং সকল মুমিন মুসলমানকে সকল প্রকার রোগ ও বালা-মুসীবত থেকে বিশেষ করে করুনা ভাইরাসের মত মহামারী থেকে রক্ষা করেন। আর গুজব রটনাকারীদেরকেও আল্লাহপাক যেন হেদায়েত দান করেন। আমীন।।

উল্লেখ্য, এর আগে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ্ আহমদ শফী অসুস্থ হয়ে পড়েছেন। বমি, মাথা ব্যথা ও শারীরিক দুর্বলতা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রায় ১০৩ বছরের অধিক বয়সী আল্লামা আহমদ শফী চলতি বছরে আগেও কয়েক দফা অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিয়ে ছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছেন।

এ দিকে হেফাজত আমীর করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিরকর তথ্য পরিবেশন করা হচ্ছে, যা আদো সঠিক নয় বলে জানিয়েছেন তার একান্ত সহকারী মোহাম্মদ শফিউল আলম।

তিনি নিশ্চিত করে বলেন, হুজুরের করোনা পরীক্ষা করা হয়েছে। সেখানে নেগেটিভ রিপোর্ট এসেছে। তাই এ রকমের ভ্রান্ত তথ্য তথা গুজবে কান না দিয়ে বরং আল্লামা শফীর সুস্থতা কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108