প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
আজ সোমবার ১৩ এপ্রিল বেলা আড়াইটার পর অনলাইনে লাইভ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১৮২ জন। দেশে করোনায় একদিনে শনাক্তের এই সংখ্যা সর্বোচ্চ।
দেশে সর্বমোট করোনায় মোট মৃত্যু হলো ৩৯ জনের। আর মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়ালো ৮০৩ জনে। এছাড়াও আক্রান্তদের মধ্যে নতুন করে সুস্থ হয়েছেন আরও ৩ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৪২ জন।
এছাড়াও সারা বিশ্বে নভেল করোনাভাইরাসে মোট শনাক্তের সংখ্যা ১৮,৬০,০১১ জন, সুস্হ হয়েছেন ৪,৪০,৬৯৯ জন এবং মৃত্যুবরণ করেছেন ১,১৫,২২৫ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108