ডেস্ক রির্পোটঃ সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, লায়ন্স ক্লাব ঢাকা এলিগেন্স এর সভাপতি, বাসাবো উম্মুক্ত শরীরচর্চা কেন্দ্র এর সাধারণ সম্পাদক, ও স্বপ্নীল গাজীপুর মহানগর শাখার উপদেষ্টা, মোহাম্মদ হাসেমের ব্যাক্তিগত তহবিল থেকে হতদরিদ্র, অসহায় ও কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন।
সোমবার (১৩এপ্রিল) সকালে তার নিজ এলাকা ফেনীর পরশুরাম থানাধীন মধ্যম সত্যনগর, উত্তর সত্যনগর এবং দক্ষিণ সত্যনগর গ্রামের প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। মোহাম্মদ হাশেম ঢাকা অবস্থান করলেও তার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু, সত্যনগর জামে মসজিদের খতিব মাওলানা আলি হায়দার, পরশুরাম প্রেসক্লাব সভাপতি ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক আবু ইউসুফ মিন্টু। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মোহাম্মদ হাসেমের বড় মো:হানিফ সহ প্রমুখ উপস্থিতিত ছিলেন।
স্থানীয় এই প্রাকৃতিক দুর্যোগ ও মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এলাকায় দু:সময়ে নিজ এলাকার মানুষের পাশে দাড়িয়ে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ব্যাপক প্রশংসীত হযেছেন। এছাড়াও তিনি ঢাকার বাসাবোসহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ বিতরণ করেন, ত্রাণ বিতরণ শেষে করোনার মহামারী থেকে আল্লাহ সবাইকে মুক্ত করার জন্য এবং মো: হাশেমের শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108