প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
যশোর জেলার মনিরামপুর উপজেলায় এক স্বাস্থ্যকর্মীর শরীরে কোভিড–১৯ ভাইরাস শনাক্ত হয়েছে। তিনিই যশোর জেলার প্রথম করোনা পজেটিভ রোগী। আক্রান্ত রবিউল ইসলাম মনিরামপুর মশ্বিমনগর স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন।
করোনা ভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দিলে ৮ই এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়,রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ ব্যাক্তির বয়স ৩৫বছর বর্তমানে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শুভ্রা দেবনাথ বলেন, উপজেলাতে করোনা রোগী সনাক্ত হওয়াতে স্বাস্থ্য বিভাগে আরো বাড়তি সতর্কতা গ্রহন করা হয়েছে। যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, যশোর জেলায় মোট ১০১ জনের নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানো হয়েছে। তারমধ্যে ৩২ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে এবং মৌখিক ভাবে খুলনা থেকে জানানো হয়েছে একজনের পজেটিভ রিপোর্ট এসেছে, আক্রান্ত ব্যক্তি একজন স্বাস্থ্যকর্মী। তাকে সিভিল সার্জন অফিসে আনা হচ্ছে। সেখান থেকে তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108