ডেস্ক রির্পোটঃ সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ
কাজ না করলে দু’বেলা দু’মুঠো ডাল ভাত যাদের জোটে না সে সমস্ত পরিবার আজ কেমন আছে? করোনার প্রকোপে সরকারী আইন মান্যকারী গৃহবন্দী খেটে খাওয়া মানুষ যারা কাজ করতে যেতে পারছে না, জমানো টাকাও নেই তারা আজ কিভাবে আছেন? যারা রিকশা চালাতেন তাদের ঘুরছে না রিকসার চাকা। যে সকল ভিক্ষুক ভিক্ষা করার জন্য বাইরে যেত তারাও আজ ঘরবন্দী।
তাদের দূর্দিনের সঙ্গী হতেই “ছোট মহিষমুড়ি যুব ফাউন্ডেশন“ এর একটি উদ্যোগ। শনিবার (১১ এপ্রিল) “ছোট মহিষমুড়ি যুব ফাউন্ডেশনের উদ্যোগ”এ কুড়িগ্রামে রাজারহাটের উমরমজিদ ইউনিয়নের ছোট মহিষমুড়ি এলাকায় কয়েকজন এলাকার গন্যমান্য ব্যাক্তির উপস্থিতিতে অত্র এলাকার ৪৩ জন দূঃস্থ্যের মাঝে ৫ কেজি চাল, ২ কেজি আলু, আধা কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, আধা লিটার তেল এবং আধা কেজি চিরাসহ খাদ্যসামগ্রী প্যাকেট জাত করে সবার মাঝে বিতরন করা হয়।
এ বিষয়ে সংগঠনের সভাপতি মোঃ লুত্ফর রহমান বলেন, আমরা শিক্ষিত যুব সমাজ। আমাদের সময় এসেছে মানুষের পাশে দাঁড়ানোর, সামাজিক কাজ করার। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা আমাদের সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সকলের সাহায্য সহযোগীতা পেলে হয়তোবা সামনে আরো কিছু করার সুযোগ পাবো এই অবহেলিত মানুষদের জন্য।
তিনি আরো বলেন, আমাদের সংগঠনের মূলমন্ত্র, দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে সহায়তা প্রদান, ব্লাড ডোনেটিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা প্রদান। সর্বপোরি গ্রাম উন্নয়ন এবং সামাজিক উন্নয়নের মাধ্যমে বিভিন্ন কর্মকান্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ।
এখন পর্যন্ত “ছোট মহিষমুড়ি যুব ফাউন্ডেশন“ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মধ্যে একজন দরিদ্র মেধাবী ছাত্রকে একটি বাই সাইকেল প্রদান, শীতার্তদের শীতবস্ত্র প্রদান, ঝড়ে ভেঙ্গে পড়া তিনজন হতদরিদ্রের ঘর তুলে দেওয়া এবং তিনটি গরীব পরিবারকে বিয়ের খাওয়া দাওয়া বাবদ আর্থিক অনুদানসহ বেশ কয়েকটি উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছে।
এ ব্যাপারে উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সর্দার বলেন, এই দূর্যোগকালীন সময়ে যুবকরা যে উদ্যোগ গ্রহণ করেছে তাদের কার্যক্রমকে আমি স্বাগত জানাই এবং এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108