প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে আরও ২০৯ জন শনাক্ত হয়েছেন। ফলে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০১২ জনে। আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে।
গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এক অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়ে বলেন, ইতিমধ্যে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়ে গেছে। এজন্য সংক্রমণ থেকে মুক্তি পেতে ঘরে অবস্থানের বিকল্প নেই।
সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ১৯,২৪,৮৭৮ জন, মৃত্যু হয়েছে ১,১৯,৭৬৬ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108