প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন
চট্টগ্রাম জেলা প্রতিনিধি
স্বচ্ছতার সাথে সরকারি বিধি বিধান অনুসরণের মাধ্যমে পূর্ণাঙ্গ তালিকা তৈরী করে ত্রান সহায়তা দ্রুত বন্টন করতে ওয়ার্ড কাউন্সিলরদেরকে আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন। তিনি গতকাল ১৩ এপ্রিল সোমবার দুপুরে মেয়র দপ্তরে অনুষ্ঠিত কাউন্সিলরদের সাথে মত বিনিময় সভায় এ আহবান জানান।
বৈঠকে ১নং থেকে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর,সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন। সভায় সিটি মেয়র বলেন সরকারি খাদ্য সহায়তা দ্রুত বন্টন করা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি তালিকানুযায়ী প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী পৌঁছানোর আহবান জানিয়ে বলেন, অস্বচ্ছল ব্যক্তি কোন দলের, কার সমর্থক এই বিবেচনায় না নিয়ে মানবিক বিবেচনায় সরকারি খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে। দূর্যোগের এই মুহুর্তে মানুষকে বাঁচানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি বিত্তবান শ্রেণি, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিচ্ছিন্নভাবে ত্রাণ সামগ্রী বিতরণ না করে ওয়ার্ড কাউন্সিলরদের সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রমের আহবান জানান।
নগরীতে মশার উপদ্রবের কথা উল্লেখ করে সিটি মেয়র বলেন মশক নিধন কার্যক্রম জোরদার এবং মশক নিধন শতভাগ নিশ্চিতকরণের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্পষ্ঠ নিদের্শনা দিয়েছেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতি ওয়ার্ডে জীবাণূনাশক পানি ছিটিনোর পাশাপাশি মশা নিধনে লার্ভিসাইড ঔষুধ ছিটানোর জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশনা দেন মেয়র।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108