শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে লাখ টাকার মাছ নিধন

0
370

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ফিসারীর পুকুরে শক্রতার জের ধরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে ফিসারীর মালিকের লক্ষাধিক টাকার মাছ মারা গেছে বলে মালিক মাছ চাষী শিপন চৌধুরী দাবি করেছেন। এ ব্যাপারে থানায় লিখিত একটি অভিযোগ দিয়েছেন তিনি।

গতকাল সোমবার রাতে পৌর এলাকার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে। মাছ চাষী শিপন চৌধুরী জানান, তার বাবা দীর্ঘ কয়েক বছর ধরে ধলাই নদীর পাড়ে তার রের্কডীয় জমির পরিত্যক্ত একটি খাল সংস্কার করে একটি ফিসারী করেন। ফিসারী কিছু অংশ সরকারি খাস জায়গা। সেই পুকুরে নানা প্রজাতির মাছ অবমুক্ত করেন। কিন্তু কিছু দিন ধরে এলাকার একটি প্রভাশালী মহল ফিসারীটি দখলে চেষ্টার ব্যর্থ হয়ে সোমবার রাতে দুর্বৃত্তরা ফিসারীতে বিষ ঢেলে দিয়ে। এতে করে পুকুরের নানা প্রজাতির শত শত মাছ মরে সকালে ভেসে উঠে।

বিষয়টি দেখতে পেয়ে তিনি স্থানীয় ভূমি অফিসকে জানান। তিনি দাবি করেন, আজ মঙ্গলবার ফিসারীতে মাছ ধরার কথা ছিল। কিন্তু বিষ প্রয়োগে পুকুরের অনেক মাছ মারা গেছে। তিনি প্রায় লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির সম্মুখিন হয়েছে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করবেন। কমলগঞ্জ সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইবুংহাল শ্যামল ঘটনার মাছ মেরে ফেলার কথা সত্যতা স্বীকার করে বলেন, ফিসারীতে কিছু অংশ সরকারি থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সোমবার মাছ ধরার কথা ছিল।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108