কৃষকদের বরাদ্দঃ বীজ বিতরণে ১৫০কোটি টাকা ও প্রণোদনা ৫হাজার কোটি

0
368

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

অর্থ বাণিজ্য বিভাগ

৫ শতাংশ সুদে কৃষকদের জন্য ৫০০০ কোটি টাকা প্রণোদনা দেয়ার ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলনা-বরিশাল বিভাগের প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের সঙ্গে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে স্বাগত বক্তব্যে এ প্রণোদনার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। স্বাগত বক্তব্যে তিনি বিভিন্ন দিকনির্দেশনা দেন ও করোনা মোকাবিলায় দেশবাসীকে ঘরে থাকার আহ্বান জানান তিনি। এছাড়া জেলা-উপজেলা পর্যায়ে পিপিই, মাস্ক ও চিকিৎসা সরঞ্জামের বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনার নির্দেশনা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, কোভিড-১৯ রোগের চিকিৎসায় ব্যবহৃত পিপিই, মাস্ক বা যে সমস্ত চিকিৎসা সরঞ্জাম ব্যবহার করা হয় সেগুলি জীবাণুমুক্ত রাখা এবং বর্জ্য ফেলার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এটা আমি প্রশাসনিক কর্মকর্তাদের বলবো। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কর্মরত আছেন দ্রুত এই বিষয়ে বিশেষ উদ্বোগ নিতে হবে যাতে এ রোগের প্রাদুর্ভাব না ছড়াতে পারে। করোনার সংকটময় পরিস্থিতিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখার পাশাপাশি কৃষিকাজ অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আমাদের যে তরিতরকারি বা খাদ্যশস্য উৎপাদন হচ্ছে সেগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করা অথবা ধান কাটা শুরু হচ্ছে, যারা ধান কাটতে যান তাদেরকে, যে যেখানে ধান কাটতে যাবে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া ইতিমধ্যে আমরা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যে তারা তাদেরকে যথাযথ জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দেবেন।

এসময় কৃষকদের সহায়তায় প্রণোদনার ঘোষণা দেন সরকার প্রধান। তিনি বলেন, শুধু কৃষি খাতের জন্যই আমরা ৫০০০ কোটি টাকার একটি ফান্ড আমরা তৈরি করব যাতে সুদের হার হবে সর্বোচ্চ ৫%। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, চারা বিতরণের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ দেয়া হবে যাতে কৃষকেরা তাদের কাজ অব্যাহত রাখতে পারেন সেদিকে লক্ষ্য রেখে ব্যবস্থা আমরা নিয়েছি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108