দাগনভূঞায় ১১০০ লোকের খাদ্য সামগ্রী বিতরণ করেন মুজিবুল হক রুবেল

0
378

ডেস্ক রির্পোটঃ

সহযোগিতা ও সমাজকর্ম বিভাগ 

মহামারী করোনাভাইরাস সংক্রমন রোধে দেশব্যাপী চলছে সাধারন ছুটি। এর ফলে কর্মহীন হয়ে পড়া দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউনিয়নের প্রায় ১১শত পরিবারকে খাদ্য সহায়তা করেন জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান, রুবেল বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও রাজাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি মুজিবুল হক রুবেল।

জানা গেছে, রাজাপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে ত্রান বিতরনের লক্ষে ওয়ার্ড মেম্বারদের দিয়ে অসহায় মানুষের তালিকা প্রনয়ণ করেছেন। রাতে তালিকাভূক্ত সকলের ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। ইতিমধ্যে ৮ এপ্রিল থেকে এই ত্রান বিতরণ কাজ শুরু হয়। এরই মাঝে প্রায় ১১শ পরিবারকে প্রতি প্যাকেটে ২৫ কেজি চাউল ও ৫ কেজি করে ছোলাবুট দেয়া হয়েছে।

মুজিবুল হক রুবেল এই প্রতিবেদককে জানান, আগামী সপ্তাহে আরো ১০০০ মত লোককে খাদ্য সামগ্রী পৌঁছে দিবেন। সমাজের বিত্তবানরা মুজিবুল হক রুবেল এর মত গরীবের সহায়তায় এগিয়ে আসলে করোনায় খাদ্যের কষ্ট লাগব হবে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108