প্রতিবেদকঃ নিশাত বিথি
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
দিনাজপুরে প্রথমবারে সাতজন ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় স্বামী-স্ত্রীসহ মোট তিনজন, ফুলবাড়ি উপজেলায় একজন ও নবাবগঞ্জ উপজেলায় তিনজন রয়েছেন। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা যায়, গত ৩০ মার্চ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শুরুর পর থেকে সোমবার ৪৬টি নমুনাসহ দিনাজপুর জেলা থেকে মোট ১৫৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। ৭৫টি নমুনার প্রাপ্ত রিপোর্টের মধ্যে সাতজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে।
জেলা সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, আজই (মঙ্গলবার) প্রথম সাতজনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়ল। করোনায় আক্রান্তদের যাবতীয় তথ্য আমাদের হাতে আছে। আক্রান্তদের পরিবারের লোকজনসহ হোম কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করা হয়েছে। আর আক্রান্তদের আইসোলেশনে রাখা হবে। দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হাসান বলেন, বিষয়টি জানার সঙ্গেই জেলা করোনাভাইরাস কমিটির জরুরির বৈঠক ডাকা হয়েছে। সংশ্লিষ্ট এলাকাসহ পুরো জেলা লকডাউনের বিষয়ে আলোচনা চলছে। সূত্রঃ প্রথম আলো।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108