ফেইসবুক লাইভে এসে স্ত্রীকে ঠান্ডা মাথায় কুপিয়ে কুপিয়ে হত্যা করল

0
716

ডেস্ক রির্পোটঃ

অনিয়ম ও অপরাধ বিভাগ

ফেনীতে ফেইসবুক লাইভে রেখে প্রকাশ্যে স্ত্রীকে জবাই করে হত্যা করেছে স্বামী! বুধবার দুপুরে ফেনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বারাহীপুর পূর্ব বাড়িতে এ ঘটনা ঘটে। আজ বুধবার দুপুরের দিকে ওই যুবক ফেনী শহরের পূর্ব বারাহীপুর ভূঞা বাড়িতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে আসেন। ১ টা ৩৮ মিনিটের সময় প্রচারিত ওই লাইভে থেকেই তিনি তার স্ত্রীকে হত্যা করেন।

নিহত তাহমিনা (২৮) চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউপির আলোকদিয়া গ্রামের সাহাব উদ্দিনের মেয়ে। নিহতের পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন যাবত টুটুল যৌতুকের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। চাহিদা মাফিক যৌতুকের টাকা দিতে না পারায় এঘটনা ঘটাতে পারে।

টুটুল লাইভে এসে বলেন ‘প্রিয় দেশবাসী, আমাকে ক্ষমা করে দেবেন। আজকে আমার কারণে আমার পরিবার ধ্বংস। যার কারণে ধ্বংস আজকে তাকে আমি এ মুহূর্তে ধ্বংস করে দিলাম। আমি চেষ্টা করেছি। অনেক চেষ্টা করছি। পারিনি।’

তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে সবাই আমাকে মাফ করে দেবেন। আমার এতিম মেয়েটার খেয়াল রাখবেন। আমার ভাই-বোনের খেয়াল রাখবেন। আমার পরিবার ভাইবোনের কোনো দোষ নেই। অন্য কেউ এটাতে সম্পৃক্ত নয়। আমি সম্পূর্ণ দায়ী আমার আজকের এ ঘটনার জন্য। প্লিজ সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা ভাইরাল করেন। যেন প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয়।’

পুলিশ ও গৃহবধূর বোন রেহানা আক্তার জানিয়েছেন, পাঁচ বছর আগে কুমিল্লার গুণবতী এলাকার আকদিয়া গ্রামের সাহাবুদ্দিনের মেয়ে তাহমিনা আক্তারের সঙ্গে ওবায়দুল হক টুটুলের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। তাদের সংসারে ১৮ মাস বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। কিন্তু বিয়ের পর থেকে আর্থিক অসচ্ছলতা নিয়ে তাদের পরিবারের মাঝে প্রায় সময় ঝগড়া হয়ে আসছিল। এরইমধ্যে স্বামী টুটুল মেয়ের পরিবারের কাছ থেকে বেশ কিছু টাকাও নেয় কিন্তু আরও টাকা চাইলে তারা অস্বীকৃতি জানায়।

একপর্যায় দুপুরে ফেসবুক লাইভে এসে স্বামী টুটুল তার স্ত্রীকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। পরে হত্যাকারী টুটুল নিজেই পুলিশকে মুঠোফোনে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও ফেসবুকে প্রচার চালানো মোবাইল জব্দ করা হয়।

তবে ছেলের পরিবারের দাবি, তাহমিনা আক্তারের সঙ্গে অবৈধ সম্পর্ক থাকায় টুটুল উত্তেজিত হয়ে তার স্ত্রীকে হত্যা করেন। টুটুলের মা লুৎফর নাহার জানান, ছেলের বউয়ের অন‌্য যায়গায় পরকীয়া প্রেমেরে সম্পর্ক ছিল।

ফেনী মডেল থানার পরিদর্শক জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবু বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওবায়দুল হক টুটুল ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। তিনি ওই এলাকার গোলাম মাওলা ভূঁইয়ার ছেলে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108