প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের কারণে ছুটি ঘোষণার পর ব্রাহ্মণবাড়িয়া নিউজ গ্রামের বাড়িতে গিয়ে হারিয়ে গিয়েছে ঢাকার এক শিশু। নিখোঁজ উর্মি আক্তার সিনথিয়া ঢাকার উত্তরার একটি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী। জেলা লকডাউন থাকায় হারানো মেয়েকে খুঁজে পেতে দেরি হচ্ছে স্বজনদের। ঢাকায় করোনা রোগী শনাক্তের পর যখন একের পর এক এলাকা লকডাউন হচ্ছে তখন পরিবারকে ব্রাহ্মণবাড়িয়া পাঠিয়ে দেন গৃহকর্তা আজাহার।
৭বছরের ঊর্মিকে নিয়ে মা সাবিনা চলে যান নবীনগর। গত ৬ এপ্রিল বাড়ির উঠানে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় সিনথিয়া। এই ঘটনায় নবীনগর থানায় জিডি করে তার পরিবার। বাবা-মায়ের চিৎকার ও আকুতি এইযে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে তারা তাদের মেয়েকে বুকে ফিরে পেতে চান। ব্রাহ্মণবাড়িয়া জেলার লকডাউন হওয়ায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ। তাই শিশুটিকে খুঁজতে বের হওয়ারও কোন উপায় নেই।
রতনপুর ইউনিয়ন পরিষদের রুহুল আমিন বলেন, পুলিশের সাথে আমরা এ বিষয়ে একাধিকবার যোগাযোগ করেছি। তারা তদন্তের সম্পর্কে কিছু বলছেন না। তবে তারা তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এই বিষয়ে আমাদের আশ্বস্ত করেছেন। কিন্তু আমরা আশানুরূপ কোন ফল দেখতে পাচ্ছি না। এদিকে পুলিশ বলছে শিশুটিকে খুঁজে পেতে সন্ধান চালাচ্ছেন তারা। নবীনগর থানার অতিরিক্ত পুলিশ সুপার মকবুল হোসেন বলেন, আমরা এলাকায় মাইকিং করেছি এবং তার আত্মীয়-স্বজনসহ সকল সম্ভাব্য জায়গায় খোঁজ খবর নিয়েছি। বিষয়টি এখনও তদন্তাধীন রয়েছে। আমরা সর্বোত্তম চেষ্টা করছি মেয়েটিকে খুঁজে বের করতে।
মেয়েকে দ্রুত খুঁজে বের করে মা বাবার বুকে ফিরিয়ে দেওয়ার আকুতি পরিবার সদস্যদের। মূলত ব্যক্তিগতভাবে শিশুটিকে খুঁজে বের করার কোন ব্যবস্থা না থাকায় প্রশাসনের উপরই নির্ভর থাকতে হচ্ছে পরিবারটির। এদিকে প্রশাসন সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছেন কারণ তাদের ধারণা সিনথিয়ার পিতা একজন নামিদামি ব্যবসায়ীর হওয়ায় তার সম্পত্তিতে কারো লোভ আছে কিনা কিংবা তার সাথে শত্রুতায় জড়িয়েও এই কাজটি কেউ করতে পারে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108