মেশিন দিয়ে ধান কেটে দেবে কৃষি বিভাগঃ ২বিঘা জমির খরচ মাত্র ২৫০টাকা

0
331

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

জাতীয় বিভাগ

করোনার কারণে শ্রমিক সংকট দেখা দিতে পারে তাই এই বছর কৃষকের বোরো আবাদ হারভেস্টার মেশিন দিয়ে কেটে দেয়ার উদ্যোগ নিয়েছে যশোর কৃষি বিভাগ। কেবল মেশিনটি পরিচালনার তেল খরচ দিয়েই ধান কাটার সুবিধা গ্রহণ করতে পারবেন কৃষকেরা।

১৫ দিন পর থেকেই ধান কাটা শুরু হবে।মানুষ গৃহবন্ধি থাকায় এ ধান কাটায় কর্মী সংকট দেখা দিতে পারে। এ অবস্থায় কৃষকের ধান ঘরে তুলতে হারভেস্টার মেশিন দিয়ে কেটে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে যশোর কৃষি বিভাগ। কৃষি বিভাগের উদ্যোগে সন্তুষ্ট কৃষক কিন্তু সবাই যেন এই সুবিধা পেতে পারে এই কারণে ব্যাপকভাবে প্রচারণার দাবি তাদের।

যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডক্টর মো: আখতারুজ্জামান বলেন, যদি কৃষকদের ধান কাটতে কোনরকম অসুবিধা হয় তাহলে যেন ঐ এলাকায় কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে তাহলে তাদের ধান তাৎক্ষণিকভাবে কেটে দিয়ে ঘরে তুলে দেয়ার ব্যবস্থা করব আমরা। এটি নিয়ে ইতোমধ্যে প্রচার শুরু করেছেন কৃষি কর্মকর্তারা।

যশোর জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা গুলিয়ার রহমান বলেন, আমরা প্রচার শুরু করেছি যাতে করে কৃষকেরা সরকারি এই ব্যবস্থাটি গ্রহণ করে উপকৃত হতে পারে। হারভেস্টার মালিকদেরও দাবি যান্ত্রিক কোনো ক্ষতি না করে বা তারা নিজেরাই সারিয়ে কৃষি বিভাগ তাদের কাঙ্খিত অর্থের কিছু যেন তাদের দেন।

কৃষি বিভাগের তথ্য মতে, হারভেস্টার মেশিন দিয়ে প্রতি এক ঘন্টায় ২ বিঘা জমির ধান কাটা সম্ভব এবং এতে খরচ পড়বে মাত্র ২৫০টাকা।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108