হাত ধুয়ে প্রবেশের উদ্যোগ নেয়া হয়েছে কয়েকটি বাজারে

0
313

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

অনিয়ম ও অপরাধ বিভাগ

করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি না পাওয়ার জন্যে পুরো রাজধানীজুড়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করার ক্ষেত্রে রাজধানীর বাজারগুলো একটি অন্যরকম চ্যালেঞ্জ সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে। রাজধানীর প্রায় বেশিরভাগ বাজারগুলোতে দুটি পথ খোলা রেখে বাকি সবগুলো পথ বন্ধ করে দেয়া হয়েছে। একটি পথ দিয়ে ক্রেতা ও বিক্রেতারা প্রবেশ করবে অন্যটি দিয়ে বের হবে।

কিন্তু মালিবাগের বাজারের প্রবেশমুখে হাত সাবান ও পানি দিয়ে ধুয়ে ঢোকার ব্যবস্থা করা হয়েছে। ক্রেতা এবং বিক্রেতা সবাইকেই হাত ধুয়ে বাজারের ভিতরে প্রবেশ করতে হচ্ছে। সেনাবাহিনীর কাছ থেকে জানা যায়, রাজধানীর খিলগাঁওয়ের আরও একটি বাজারেও এরকম হাত সাবান দিয়ে ধুয়ে প্রবেশ করার উদ্যোগ নেয়া হয়েছে। এবং বাজারের ভিতরে হোক বা বাইরে হোক প্রতিটি দোকানের সামনে রং দিয়ে ঘর কেটে দেয়া হয়েছে যেখানে দাঁড়িয়ে ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয় করতে পারবেন।

তবে সেনাবাহিনীর অভিযোগ, এভাবে দাগ কেটে দেয়া হলেও ক্রেতারা সেটি মানছেন না এবং প্রবেশমুখ ও বাহির হওয়ার রাস্তার দিকে চিহ্ন দেয়া থাকলেও ক্রেতারা সেটিও মানছেন না। তারা যে দিক দিয়ে বের হওয়ার কথা সে দিক দিয়ে প্রবেশ করছেন এবং যেদিকে প্রবেশ করার কথা সে দিক দিয়ে বের হচ্ছেন ইচ্ছে মতো। এতে জনগনের অসচেতনতার দিকটিই প্রকাশিত হচ্ছে। এক্ষেত্রে সেনাবাহিনী ও অন্যান্যরা বলছেন, সাধারণ মানুষ যদি সচেতনভাবে চলাফেরা না করে তাহলে যত ধরনের উদ্যোগ নেয়া হোক না কেন সেটি আসলে তেমন কোনো ফল দেবে না।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108