দিন-রাত করোনা যুদ্ধে ডাক্তারসহ আইনশৃঙ্খলা বাহিনী

0
395

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

শ্রীমঙ্গলে করোনা ভাইরাস সংক্রমণ রোধে মানুষকে সচেতন করতে এবং মানুষকে ঘরে রাখার লক্ষ্যে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে ডাক্তার পুলিশসহ শৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তারা। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দরাও বিশেষ ভূমিকা রাখছেন দেশের এই ক্রান্তিলগ্নে শ্রীমঙ্গল উপজেলা বাসীর জীবন রক্ষার ক্ষেত্রে। খাদ্য সামগ্রী বিতরণ বিভিন্ন কর্মকান্ড প্রতিদিন চালিয়ে যাচ্ছেন তারা।

বসে নেই পুলিশ প্রশাসনও (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক শ্রীমঙ্গল থানাধীন প্রত্যেকটি এলাকায় দিনরাত পুলিশ ফোর্স নিয়ে মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছেন তারাও তাদের ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্র ক্ষুধার্ত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার সহ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।

১৭ এপ্রিল (শুক্রবার) সকাল সকাল করোনা যুদ্ধে নেমেছে ডাক্তাররা দেখা যায় উপজেলার ভুনবীরের আলিশারকুল ও পশ্চিম শাশন, মির্জাপুরের ভবানপুরের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষদের করোনার ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন এবং করোনায় আক্রান্ত কিনা পরীক্ষা করার জন্য কয়েকজন এর নমুনা সংগ্রহ করেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বিনা প্রয়োজনে বাহিরে না যেতে জনসাধারণের অনুরোধ জানান এবং সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার পরামর্শ দেন। এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মুহাম্মদ আবু নাহিদ, সহকারী স্বাস্থ পরিদর্শক আব্দুস শহীদ, বিনয় ভুষণ দেব, স্বাস্থ সহকারী রিপন প্রমুখ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108