প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৩৮ জনে। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ৭৫। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৫ জন।
দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেন। স্বাস্থ্য মন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২১৯০ জনের। নতুন আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মারা গেছেন ১৫ জন৷ মোট মৃতের সংখ্যা ৭৫ জন৷ সুস্থ হয়েছেন ৯ জন, মোট সুস্থ হয়েছেন ৫৮ জন। দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এছাড়াও সারাবিশ্বে মোট আক্রান্ত ২১,৫৯,৪৫০ জন, মোট মৃত্যু হয়েছে ১,৪৫,৫৬৮ জন, মেট সুস্থ হয়েছেন ৫,৪৯,৫৯২ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108