প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
করোনাভাইরাস পরিস্থিতিতে মৌলভীবাজারের কমলগঞ্জে মুঠোফোন নম্বরে কল করলেই মিলবে ফ্রি স্বাস্থ্যসেবা। আর এ উদ্যোগ নিয়েছেন চার তরুণ চিকিৎসক। তারা হলেন- কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১০ এর শিক্ষার্থী ডা. সৌরভ কুমার যাদব, ডা. আশরাফুল আলম রুমেল, ডা. কামরুল ইসলাম শামুন ও ডা. জিএম সাব্বির হাসান।
তারা বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত রয়েছেন। দেশের এই ক্রান্তিলগ্নে চেম্বার করে চিকিৎসাসেবা দেয়া প্রায়ই অসম্ভব হয়ে পড়েছে। তাই তাদের সেবা পেতে মুঠোফোন নম্বরে যোগাযোগের আহবান জানান ওই চার চিকিৎসক। শারীরিক সমস্যা কাগজে লিখে মুঠোফোনে কল দেয়ার অনুরোধ করেন তারা। সময়ও নির্ধারণ করে দিয়েছেন এই চিকিৎসকরা।
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত ০১৭৩৭৬০২৩২৪ নম্বরে পাবেন ডা. সৌরভ কুমার যাদবকে। একই সময় সেবা পেতে আশরাফুল আলম রুমেলের ০১৭৩৮০৪৩৬২৩ নম্বরে কল করুন।সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ০১৭৫৮৮৪৮০৬৬ নম্বরে পাওয়া যাবে ডা. কামরুল ইসলাম শামুনকে। সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ০১৭০১০৩১৮৩২ নম্বরে কল করলে সেবা মিলবে ডা. জিএম সাব্বির হাসানের।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108