প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মিতালী ম্যানসনের ৩৫ ব্যবসায়ীর এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন মালিকপক্ষ। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে বিপণীর মালিক ফিরুজ মিয়ার ছেলে আনোয়ার হোসেন এ কথা জানান। নিরাপদ দূরত্ব বজায় রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বিপণীটির ব্যবসায়ী শেফু মিয়া, ইয়াকুব আলী, জামাল উদ্দিন ও রিংকু সরকার।
তারা বলেন, এ বিপণীর প্রায় ৩৫ জন ব্যবসায়ীর পুরো এপ্রিল মাসের ভাড়া মওকুফের সিদ্ধান্ত আমাদের জানালে আমরা মালিকপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা হারিয়ে ফেলেছিলাম। জাতির এ দুঃসময়ে যেভাবে আমাদের বিপণীর মালিক আনোয়ার হোসেন মসুদ এগিয়ে এসেছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞ। কারণ করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি ও লকডাউনের কারণে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে আমরা বেশ চিন্তায় ছিলাম।
এ সময় লন্ডন থেকে সাংবাদিকদের সাথে ভিডিও কনফারেন্সে যোগ দেন আনোয়ার হোসেন মসুদ। তিনি বলেন, বৈশ্বিক এ কঠিন সময়ে দেশের মানুষের পাশে থাকার প্রত্যয়ে আমি এ সিদ্ধান্তটি নিয়েছি। একই সাথে আমার বিপণীর দেখাশুনার দায়িত্বে থাকা মো. মশিউর রহমান রিপনকে আমি তা জানিয়ে দিয়েছি। পরিস্থিতি যদি আরও অবনতির দিকে যায় তাহলে আমি পরবর্তী দিনগুলোর কথাও চিন্তা করব। এসময় তিনি এলাকার বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি আরও বলেন, যাদের বিপণী বা ঘরভাড়া দিয়ে জীবিকা নির্বাহ না করতে হয় তাদের বিশেষ করে আমি অনুরোধ করব, অন্ততপক্ষে জাতির এই দুঃসময়ে আপনার মানবিক ও প্রকৃতভাবে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসুন। আমরা সকলে মিলেই করোনাভাইরাসকে জয় করে একটি সহমর্মিতা, সহযোগিতার নতুন মানবিক পৃথিবীকে আমরা এগিয়ে নেব।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, আরটিভির রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, বিজয় টিভির রিপোর্টার সাজন আহমেদ রানা, ৭১ টিভির সিনিয়র রিপোর্টার আহমেদ ফারুক মিল্লাত, সাংবাদিক নান্টু রায়, দৈনিক সংবাদ সারাবেলার রিপোর্টার সব্যসাচী মিথুন ও মিডিয়া ব্যক্তিত্ব দ্বীপ দত্ত আকাশ।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108