প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
অনিয়ম ও অপরাধ বিভাগ
রাজধানীর পল্লবী থানার কালশী ২২ তলা গার্মেন্টস এলাকার বাড়িওয়ালার বিরুদ্ধে কিডনি রোগী ও তার শ্বাশুড়ীকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বাসায় ঢুকতে না দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ই এপ্রিল) রাতে খবর পেয়ে ওই বাসায় হাজির হয় পুলিশ।
ভুক্তভোগী ওই নারীর স্বজনরা জানান, কয়েকদিন ধরে কিডনি সমস্যার কারণে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শনিবার হাসপাতাল থেকে রিলিজ দেয়ার পর তার শাশুড়ির সাথে কালশী ২২ তলা গার্মেন্টসের পেছনে ১নং গলির বাসায় যান তিনি। কিন্তু করোনা সন্দেহে কাউকে বাসায় ঢুকতে দিচ্ছিলেন না বাড়িওয়ালা।
বাধ্য হয়ে পুলিশকে খবর দিলেও পুলিশ শুধু আক্রান্ত রোগীর শাশুড়িকে এই বাড়িতে পৌঁছে দিতে পারেন। তখনও বাড়িওয়ালা তাকে বাড়িতে ঢুকতেই দেননি। তারপর তাকে তার ভাইয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, করোনা ছাড়া কি আক্রান্ত হওয়া এখন পাপ? কিডনি রোগীকে যদি করোনা সন্দেহে বাসায় ঢুকতে না দেন তাহলে মানুষ যাবে কোথায়?
এ ব্যাপারে পল্লবী থানার ওসি জাগো নিউজকে জানান, খবর পেয়েই ফোর্স পাঠিয়েছি। বয়স্ক নারীকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে কিডনি রোগীকে তার ভাই নিয়ে গিয়েছেন। তিনিও কাল বাসায় ফিরবেন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108