প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
দূর্ঘটনা ও শোকসংবাদ বিভাগ
অভিনেত্রী ফেরদৌসী আহমেদ লিনা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৮ই এপ্রিল) রাত সাড়ে ১১ টায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন কিডনিজনিত রোগে ভুগছিলেন তিনি।
১৭৭৫ সালে একটি বাটার অয়েল এর বিজ্ঞাপনের মাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি। এরপর বিভিন্ন চলচ্চিত্র ও নাটকে দেখা যায় তাকে। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’। এতে তিনি জনপ্রিয় নায়ক শাকিব খানের মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলে তার অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ডেইলি সোপ ‘গুলশান এভিনিউ’ ধারাবাহিক নাটক ‘নন্দিনী’, ‘ঘটক বাকি ভাই’ ও ‘নীল জোছনায় কাল সাপ’। ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে কর্মরত ছিলেন ফেরদৌসী আহমেদ লিনা।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108