চাল চোরের শাস্তি না হলেও মিথ্যে অভিযোগের কারণে যুবককে জরিমানা

0
438

প্রতিবেদকঃ নিশাত বিথি

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

দেশের বিভিন্ন স্থানে চাল চোর ধরা পড়লেও তাৎক্ষনিক শাস্তি দিতে পারেনি আদালত। কিন্তু চোরের শাস্তি না হলেও অভিযোগকারীকে ঠিকই তাৎক্ষনিক শাস্তি দিল আদালত। এমন ঘটনা ঘটল টাঙ্গাইলের সখীপুরে। সরকারি ত্রাণের চাল বিতরণে অনিয়মের মিথ্যা অভিযোগ দেওয়ার অপরাধে ছানোয়ার খাঁন শরিফ নামের (২৮) এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমাউল হুসনা লিজা এ জরিমানা করেন।

ছানোয়ার উপজেলার কালমেঘা গ্রামের নায়েব খাঁনের ছেলে। আদালত সূত্রে জানা যায়, উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা গ্রামে সরকারি ত্রাণের চাল বিতরণে ওজনে কম দেওয়া হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন ওই যুবক। পরে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তাকে ডাকা হলে ওই অভিযোগের কোনো প্রমাণ দিতে পারেনি।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, ত্রাণের চাল বিতরণে ওজনে কম দেওয়ার অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া যায়নি। অভিযোগকারীও ওই অভিযোগটি প্রমাণ করতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তথ্যসূত্রঃ দৈনিক কালের কণ্ঠ।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108