ক্রমবর্ধমান বাংলাদেশে করোনার চিত্রঃ সারা বিশ্বসহ কয়েকটি দেশের চিত্র দেখুন

0
397

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

ক্রমবর্ধমান বাংলাদেশের করোনার চিত্রঃ

১, ২, ৩, ৫, ৯, ১৮, ৩৫, ৪১, ৫৪, ১১২, ৯৪, ৫৮, ১৩৯, ১৮২, ২০৯, ২১৯, ৩৪১, ২৬৬, ৩০৬, ৩১২, ৪৯২— মোট ২,৯৪৮। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছেন ৪৯২ জন, মৃত্যু ঘটেছে (১৮%) ১০ জনের; টেস্ট করা হয়েছে ২,৭৭৯ জনের। মোট শনাক্ত ২,৯৪৮ জন; প্রান হারালেন ১০১ জন; সুস্থ হয়েছেন ৮৫ জন; মোট টেস্ট করা হয়েছে ২৬,৭৬৩ জনের।

সারা বিশ্বের করোনার চিত্রঃ

পৃথিবীতে ইতিমধ্যে মোট ১,৬৫,২০০ মানুষ মারা গেছে এবং আক্রান্তের সংখ্যা ২৪.১৫ লাখ, মোট সুস্থ হয়েছেন ৬ লাখ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪,৪০০ জন।

কয়েকটি দেশের চিত্র দেখুন করোনাক্রান্তেরঃ

আমেরিকায়ঃ মোট শনাক্ত ৭,৬৪,২৬৫ জন (টেস্ট করা হয়েছে ৩৮ লাখ) প্রান হারালেন ৪০,৫৬৫ জন।

চায়নাঃ মোট শনাক্ত ৮২,৭৪৭ জন প্রান হারালেন ৪,৬৩২ জন (গত ৪৮ ঘণ্টায় কেউ মারা যায়নি)।

ভারতঃ মোট শনাক্ত ১৭,৬১৫ জন প্রান হারালেন ৫৫৯ জন।

শ্রীলংকাঃ মোট শনাক্ত ২৯৫ জন (গত ২৪ ঘণ্টায় ২৪ জন শনাক্ত হয়েছে) প্রান হারালেন ৭ জন।

ভিয়েতনামঃ মোট শনাক্ত ২৬৮ জন (গত ৩ দিনে ১ জনও বাড়েনি) প্রান হারালেন ০ জন।

আল্লাহ সবাইকে রক্ষা করুক। সেরে উঠুক বাংলাদেশ ও পৃথিবী।

ঘরে থাকুন, নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ রাখুন।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108