প্রতিবেদকঃ শামীমা আফরোজ
অনিয়ম ও অপরাধ বিভাগ
রাজধানী ঢাকার কলাবাগানের এক বাড়িওয়ালা ৩ সন্তানসহ একটি পরিবারকে বাসা থেকে বের করে দিলেন। প্রাণঘাতী করোনা ভাইরাস সঙ্কটের জন্য সঠিক সময়ে ভাড়া দিতে পারেনি তারা। পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপে রাতভর চেষ্টার পরও পরিবারটির স্থান হয়নি বাসায়। সর্বশেষ বাড্ডায় মায়ের বাসায় আশ্রয় হয় তাদের।
মধ্যরাত, আকাশে বৃষ্টির চোখ রাঙানি এক দুই ফোটা বৃষ্টিও শুরু হয়েছে। তখন রাজধানীর কলাবাগানের এই বাসার সামনে কুলসুম, সেলিম দম্পতির আহাজারি। এ সময় দুই মাসের শিশু তাউসিফসহ তিন সন্তানকে নিয়ে রাস্তায়, মাত্র ১ মাসের বকেয়া ভাড়ার জন্য বাসা থেকে বের করে তালা দিয়েছে বাড়িওয়ালা। পুলিশ গণমাধ্যমের বহু চেষ্টার পরও বাসায় প্রবেশ করতে না পেরে কলাবাগান থানায় পরিবারটি।
বাবা সচিবালয়ের কর্মকর্তা পরিচয় দেয়া বাসার মালিক সম্পা আক্তার ফোনের ওপাশ থেকে পরিবারটির বিরুদ্ধে নানা অভিযোগ করলেও পুলিশ বলছে সবই মিথ্যা। এ ব্যাপারে সম্পা আক্তার বলেন, ‘আমরা আব্বা সচিবালয়ে চাকরি করে। আমার ভাই র্যাবে চাকরি করে। ওদেরকেই জিজ্ঞাসা করেন কেন বের করে দেয়া হয়েছে। ওরা ভাঙচুর করেছে; মারপিট করেছে।’
এ বিষয়ে পুলিশের কর্মকর্তা বলেন, আমরা বলেছি অন্তত একটা রাত তাদের থাকতে দেন। কিন্তু তারা শোনেনি। এ সময় কোন উপায় না পেয়ে বাড্ডায় কুলসুমের মায়ের বাসায় আশ্রয় নেয় পরিবারটি। তারা বলেন, টাকা দাও না হলে বের হয়ে যাও। আমরা এই অবস্থায় উনাদের টাকা দিবো কিভাবে বলেন।অবশেষে কোন উপায় না পেয়ে মায়ের বাসায় ঠাঁই নিলো পরিবারটি।
অন্যদিকে, করোনা রোগী সন্দেহে মিরপুরে একটি পরিবারকে বাসায় প্রবেশ করতে না দেয়ার অভিযোগ উঠেছে আরেক বাড়িওয়ালার বিরুদ্ধে।
সূত্রঃ সময় সংবাদ
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108