ভাড়ার জন্য আজব কান্ড! ভাড়াটিয়ার মামলাঃ বাড়িওয়ালাকে খুঁজছে র‌্যাব

0
360

ডেস্ক রির্পোটঃ

আইন ও আদালত বিভাগ

কলাবাগানের সেই ভাড়াটিয়াকে তার বাসায় তুলে দেয়া হয়েছে। আজ সোমবার বিকেলে পরিবারটিকে বাসায় তুলে দেয়া হয় বলে নিশ্চিত করেছেন পুলিশের সহকারী কমিশনার (নিউ মার্কেট জোন) আবুল হাসান। যদিও রবিবার র‌্যাব ও পুলিশ সদস্যরা কয়েকদফা চেষ্টা করলে উল্টো আইনশৃঙ্খলা বাহিনীকে দেখে নেয়ার হুমকির অভিযোগ পাওয়া যায় বাড়িওয়ালার বিরুদ্ধে।

শনিবার (১৮ই এপ্রিল) রাত ৯টায় ট্রিপল নাইনে ফোন-এক নারীর অভিযোগ তার বাসায় লুটপাট করছে ভাড়াটিয়া। তবে ঘটনাস্থলে গিয়ে উল্টো চিত্র দেখতে পায় পুলিশ। ১ মাসের বাড়িভাড়া দিতে না পারায় ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করতেই নাটক সাজান বাড়িওয়ালা। পুলিশ ঝড়ের রাতে পরিবারটিকে বাড়ি থেকে বের না করার আহ্বান জানালেও মানতে নারাজ বাড়িওয়ালা।

পুলিশ চলে গেলে রাত সাড়ে ১০টায় জোর করে বাড়ি থেকে বের করে দেয়া হয়। ভাড়ার টাকা ছাড়া বাড়িতে ঢোকার চেষ্টা করলে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয়া হয়। এমন অবস্থায় বাধ্য হয়ে বাড্ডায় এক আত্মীয়ের বাসায় আশ্রয় নেয় পরিবারটি।

অবশেষে বাড়িওয়ালার বিরুদ্ধে মামলাও করেছেন ভাড়াটিয়া সেলিম মিয়া। ভাড়া বকেয়া রাখার অজুহাতে শনিবার (১৮ এপ্রিল) ঝড়ের মধ্যে গভীর রাতে কলাবাগানের ফ্রি স্কুল স্ট্রিটের বাসা থেকে বের করে দেওয়া হয় সেলিম মিয়া ও তার পরিবারকে।

এ বিষয়ে সোমবার (২০) দুপুরে কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আসাদুজ্জামান জানান, ওই বাড়িওয়ালাকে থানায় ডেকে আনা হয়েছিল। কিন্তু তিনি ভাড়া বকেয়া রাখাসহ নানা অভিযোগ করেন ভাড়াটিয়ার বিরুদ্ধে। তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেও তার বাসায় ভাড়াটিয়াকে ফেরানো যায়নি। পরে ওই ভাড়াটিয়া থানায় মামলা করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে। কেননা, এ সময়ে ভাড়ার জন্য কাউকে বাসা থেকে বের না করে দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ আছে।

ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, ‘আমার কাছ থেকে বাড়িওয়ালা বিভিন্ন সময় ৮০ হাজার টাকা নিয়েছেন। তাকে পাওনা টাকা থেকে মার্চ মাসের ভাড়া কেটে নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা না করে গায়ের জোরে রাতের আঁধারে আমাদেরকে বাসা থেকে বের করে দেন। আমার দুই মাসের শিশুকেও হত্যার হুমকি দেন তিনি। পরে বাধ্য হয়ে বাড্ডায় গিয়ে আশ্রয় নিই। ওই বাড়িওয়ালাকে খুঁজছে র‌্যাব। মোবাইল ফোনে কল করা হলে তা রিসিভ করছেন না ওই বাড়িওয়ালা।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108