করোনায় মুসলিমদের চিকিৎসা দিচ্ছে না ভারতের হাসপাতাল

0
426

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

আর্ন্তজাতিক বিভাগ

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব এ মুসলিম রোগীদের ফিরিয়ে দিচ্ছেন ভারতের কিছু হাসপাতাল কর্তৃপক্ষ। দেশটিতে মুসলিম বিদ্বেষের এমন চিত্র উঠে আসলো ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে।

সম্প্রতি ঝাড়খন্ড ও রাজস্থানে দুই অন্তঃসত্ত্বা মুসলিম নারীকে চিকিৎসা না দেয়ায় মারা যায় দুই নবজাতক। এমনকি ঝাড়খণ্ডের ৩০ বছর বয়সী অন্তঃসত্ত্বা রেজওয়ানা খাতুন হাসপাতালে গেলে মারধরেরও শিকার হন। সেখানে তার রক্তক্ষরণ হলে তা পরিস্কার করতেও বাধ্য করা হয় তাকে।

এর আগে মার্চের মাঝামাঝি দিল্লিতে লকডাউন এর তাবলীগ জামাতের মূল কেন্দ্রে ধর্মীয় জমায়েত থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনায় মুসলিমদের বিদ্বেষের ঘটনা ঘটায় ক্ষমতাশীল হিন্দুত্ববাদী দল বিজেপি। কিন্তু উত্তরপ্রদেশে হিন্দুদের জমায়েত নিয়ে চুপ ছিল তারা।

এদিকে উত্তর প্রদেশের মেরুট শহরে করোনা পরীক্ষা ছাড়া মুসলিম রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না। যদিও হিন্দুদের ক্ষেত্রে তা করা হচ্ছে না। তেলেঙ্গানা রাজ্যের হাসপাতালগুলোও মুসলিম রোগীদের চিকিৎসা দিতে অস্বীকৃতি জানিয়েছেন।

এদিকে করোনা ভাইরাসে ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ হাজার ছাড়িয়েছে। দেশটিতে ক্রমশ বেড়েই চলছে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108