রমজানে বাসায় থাকার নির্দেশনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

0
313

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

পবিত্র রমজান মাসেও করোনাভাইরাস রুখতে ও জনস্বাস্থ্যের ওপর এর ঝুঁকি কমাতে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রমজান উপলক্ষে দেয়া বিবৃতিতে তারা বলেছেন, জামায়াতের বদলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সাথে যোগাযোগ করার। অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষ্য অনুযায়ী, এবারের রমজানে করোনাভাইরাস থেকে আত্মরক্ষার্থে বাড়িতে বাড়িতে ইফতারের দাওয়াত বা কোলাকুলির মত বিষয় এড়িয়ে চলতে হবে।

এছাড়া অসুস্থ ও বয়স্ক লোকদের অতিরিক্ত সর্তকতা অবলম্বন করতে হবে। তাদের কোনোভাবেই কোনো ধরনের জমায়েতে যাওয়া উচিত হবে না। এছাড়াও উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদেরও অতিরিক্ত সর্তকতা অবলম্বন করতে হবে। সৌদি আরবসহ মুসলিম বিশ্বের অনেক দেশে ইতোমধ্যে এ রমজানে তারাবিহর নামাজ বাড়িতে পড়তে নির্দেশ দেয়া হয়েছে।

সৌদি আরবের গ্রান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল শেখ বলেন, করোনাভাইরাসের বিস্তার অব্যাহত থাকলে পবিত্র রমজানের সময় তারাবিহর নামাজ বাড়িতে আদায় করা উচিত। এই কারণে ঈদুল ফিতরের নামাজও বাড়িতে আদায় করা উচিত। সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রনালয় এর আগেই বাড়িতে তারাবির নামাজ আদায়ের নির্দেশনা সম্বলিত একটি ঘোষণা দিয়েছে।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108