লকডাউন ভেঙ্গে জরিমানা দিয়েও খুশি অভিনেত্রী তমা মির্জা

0
390

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

বিনোদন বিভাগ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা রাজধানীর মৌচাক মোড়ে সন্ধ্যার পর ঘরের বাহিরে থাকায় জরিমানা দিলেন।

তিনি গনমাধ্যমকে জানান, করোনা নিয়ে একটি টেলিভিশনে সচেতনতা বিষয়ক এক অনুষ্ঠানের উপস্থাপনা করি আমি। গতকাল সে অনুষ্ঠানের শুটিং ছিল। তবে শুটিং শেষ হতে হতে সন্ধ্যা সাড়ে ৬টা বেজে যায়।

এরপর বাসায় ফেরার পথে মৌচাকে পুলিশ আমার গাড়ি থামায়। এসময় আমার মুখে মাস্ক ছিল না। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা আমাকে ৫০০ টাকা জরিমানা করেন এবং একটি মাস্ক উপহার হিসেবে দেন।

বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ায় ও মুখে মাস্ক না পরায় তাকে এই অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অন্যদিকে জরিমানা গুনেও প্রশাসনের এমন দায়িত্বশীল ভুমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, শাহিন সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরে বেশ কিছু চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি। ২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন তিনি।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108