প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
ইসলাম ও র্ধম বিভাগ
সৌদি আরবের হারামাইন প্রেসিডেন্সির প্রধান প্রফেসর ডঃ শায়খ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস মহামারী করোনায় আক্রান্তদের জন্য জমজম কূপের পানি সরবরাহের নির্দেশ দেন। সামাজিক ও জাতীয় দায়িত্ববোধ থেকে তিনি এই নির্দেশ দেন। শায়খ সুদাইসের নির্দেশের পর সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত রোগীদেরকে জমজমের পানি সরবরাহ করা শুরু হয়েছে। এছাড়া মক্কা-মদিনার অধিদপ্তর ও তাদের নিজস্ব তত্ত্বাবধানে করোনা রোগীদের জন্য জমজমের পানি বিতরণ করছেন। সম্প্রতি মদিনা সফরকালে সেখানে কর্তব্যরত নিরাপত্তা রক্ষা কর্মীদের মাঝে জমজমের পানি বিতরণ করেন তিনি।
উল্লেখ্য, জমজম মক্কার মসজিদুল হারামের কাছে অবস্থিত একটি প্রসিদ্ধ কূপ। পবিত্র কাবা ও এই কূপের মাঝে দূরত্ব মাত্র ৩৮ গজ। হজ ও ওমরা আদায়কারীদের জন্য বিশেষভাবে এবং পৃথিবীর সকল মুসলমানদের জন্য জমজমের পানি পান করা মুস্তাহাব। কোনো কোনো হাদিসে জমজমের পানিকে ‘রোগীর ওষুধ’ বলে উল্লেখ করা রয়েছে। জমজমের পানি পান করার সময় সকলকেই দোয়া পড়তে দেখা যায়।
হযরত জাবির (রা.) বর্ণনা করেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন ‘জমজমের পানি যে উদ্দেশ্য নিয়ে পান করবে তা পূরণ হবে।’ মুসলিমরা জমজমের পানিকে যে কোনো রোগের ঔষধ হিসেবে মানেন এবং এর বৈজ্ঞানিক কিছু ব্যাখ্যাও রয়েছে। তাই বর্তমানে জমজমের পানি পানের ক্ষেত্রে সকলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108