প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
করোনা ভাইরাস জনিত কারনে গোটা দেশজুড়ে লক ডাউন চলছে। বিপাকে পড়েছে দেশের হত-দরিদ্র নিম্নবিত্ত, মধ্যবিত্ত সহ সকল শ্রেনীর মানুষ। তবে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে দরিদ্র মানুষগুলোর কষ্ট লাঘব করার জন্য। সরকারের পাশাপাশি বিভিন্ন সামজিক সংগঠনও ইতিমধ্যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে তাদের দাড়িয়েছে। অন্যান্য সংগঠনের ন্যায় জাগো ফাউন্ডেশন এবং এর অঙ্গ সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ একযোগে ফান্ড কালেকশন করে ঢাকায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
তারই ধারাবাহিকতায় ২০ এপ্রিল সোমবার ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার উদ্যোগে মৌলভীবাজারসহ জেলার শ্রীমঙ্গল, কুলাউড়া উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসকারী একেবারে দরিদ্র ও কর্মহীন ৬৫ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করে। যাতে তারা তাদের প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে। বিতরণ কাজে মৌলভীবাজার টিমে দায়িত্ব পালন করেন ভাইস প্রেসিডেন্ট সুমিত বর্ধন, জেনারেল সেক্রেটারি আরিফুল ইসলাম, হিউম্যান রিসোর্স অফিসার নাইমুল ইসলাম রাফি এবং শ্রীমঙ্গল টিমে দায়িত্ব পালন করে সংগঠনটির প্রজেক্ট অফিসার জামাল হোসেন, ট্রেজারার নাদির হোসেন ও পাবলিক রিলেশন অফিসার নুশরাত জাহান।
পুরো ইভেন্ট তত্ত্বাবধানকারী ভলান্টিয়ার ফর বাংলাদেশ মৌলভীবাজার জেলার প্রেসিডেন্ট মোঃ শামীম মিয়া জানান, “এটি ছিল আমাদের সংগঠনের সকল সদস্যদের সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কোন প্রকার অনুদান বা ডোনেশন সংগ্রহ ছাড়াই মানুষের পাশে দাড়ানোর একটি ক্ষুদ্র প্রয়াস। তবে আমি মনে করি এই সাহায্য পর্যাপ্ত নয়। এজন্যে বর্তমান সংকটকালীন মুহুর্তে আমাদের সমাজের প্রত্যকের উচিত যার যার অবস্থান থেকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে এসে দাড়ানো।
আর যেহেতু আমরা জাগো ফাউন্ডেশনের ইয়ুথ উইং হিসেবে কাজ করছি সেহেতু চেষ্টা করবো যদি সম্ভব হয় জাগো থেকে আর্থিক সহযোগিতা নিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের আরো একটি উদ্যোগ গ্রহন করে তা বাস্তবায়ন করার।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108