৮ঘণ্টায় বরিশাল মেডিকেলে ৩জন মারা যান করোনায়; বয়সঃ৫৮-৩২-২৫

0
329

প্রতিবেদকঃ নিশাত বিথি

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়েছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে ৫৮ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। রোববার ৮ ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালের করোনা ইউনিটে মারা যান আরও দুজন।

হাসপাতাল সূত্র জানায়, রোববার দুপুরে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন ভোলার দৌলতখান উপজেলার ৫৮ বছর বয়সী এই ব্যক্তি। হাসপাতালের পরিচালক বাকির হোসেন রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ওই ব্যক্তির শ্বাসকষ্ট ছিল। আমরা তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছি। মৃত ব্যক্তির লাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী দাফনের প্রস্তুতি চলছে।’ এর আগে রোববার সকালে ও বিকেলে ৮ ঘণ্টার ব্যবধানে এই হাসপাতালের করোনা ইউনিটে ৩২ ও ২৫ বছর বয়সী দুজন মারা যান।

২৫ বছর বয়সী তরুণের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। তিনি পেশায় জেলে। আর রোববার সকালে করোনা ইউনিটে মারা যান পিরোজপুরের মঠবাড়িয়ার ৩২ বছর বয়সী যুবকটি। তিনি পেশায় ভ্যানচালক। তাঁদের নমুনা সংগ্রহ করা হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, বরিশালে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৯ এপ্রিল। এরপর রোববার পর্যন্ত ১১ দিনে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে ভোলা বাদে পাঁচ জেলায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৪৬ জনের।

এর মধ্যে বরিশালে ২৩ জন, বরগুনায় ১২ জন, পটুয়াখালীতে ২ জন, পিরোজপুরে ৫ জন, ঝালকাঠিতে ৪ জন। বরিশালে আক্রান্ত ২৩ জনের মধ্যে ৫ জন চিকিৎসক, ১ জন মেডিকেল কলেজের ছাত্র, ২ জন নার্স ও ২ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। আক্রান্ত লোকজনের মধ্যে বরগুনায় ২ জন এবং বরিশাল ও পটুয়াখালীতে একজন করে মোট চারজন করোনা শনাক্ত রোগী মারা গেছেন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ছয়জন। তথ্যসূত্রঃ প্রথম আলো।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108