প্রতিবেদকঃ শামীমা আফরোজ
যশোর জেলা প্রতিনিধি
এই প্রথমবার কোন বিশ্ববিদ্যালয়ে করোনার শনাক্তের নমুনা পরীক্ষার কাজ করছে জানা গেছে। গত ১৭ এপ্রিল থেকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে করোনা’র নমুনা পরীক্ষা শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৬৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৩ জনের শরীরে কভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে।
এর মধ্যে যশোরের ৪ জন, নড়াইলে ১ জন চিকিৎসকসহ ৫ জন, কুষ্টিয়ায় ২ জন, মাগুরার ১ জন ও মেহেরপুরের ১ জন। যশোর জেলার আক্রান্ত ৪ জনের মধ্যে চৌগাছায় ২ জন, চূড়ামনকাঠিতে ১ জন ও শার্শায় ১জন রোগী শনাক্ত হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছে যবিপ্রবি উপাচার্য জনাব প্রফেসর ড. আনোয়ার হোসেন ও যশোরের সিভিল সার্জন জনাব ডা. শেখ মো. আবু শাহিন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108