প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ৩টি গ্রামে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরন করা হয়েছে। চলমান করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ম আয়ের মানুষের মাঝে মাধবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মঙ্গলবার সকাল ১০ টায় ভাসানীগাঁও মছদ্দর মিয়ার বাড়ীতে ভাসানীগাঁও, বনগাঁও ও ভান্ডারীগাঁও গ্রামের ১০৫ পরিবারের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ বিতরন কার্যক্রম উদ্বোধন করেন মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আসিদ আলী। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুর রহমান আকবর এর সভাপতিত্বে ত্রাণ বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা যুবলীগ সদস্য মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সুমন আহমেদ, ছাত্রলীগ নেতা সৈকত জাহান, সালমান আহমেদ, লুৎফুর রহমান, মাসুম আহমেদ, যুবলীগ নেতা সেলু আহমেদ, সমাজকর্মী খান মোহাম্মদ হোসাইন প্রমুখ। অনুষ্ঠানে ১০৫ পরিবারকে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু, ১ কেজি করে ডাল, আধা লিটার করে তেল, আধা কেজি করে পিঁয়াজ ও একটি করে সাবান প্রদান করা হয়।
প্রধান অতিথি মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. আসিদ আলী জানান, মাধবপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে পর্যায়ক্রমে সমগ্র মাধবপুর ইউনিয়নে অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ বিতরন করা হবে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108