ঘরে বসে চিকিৎসা সেবাঃ ১০৮ জন চিকিৎসকের তালিকা ঘোষণা

0
501

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

স্বাস্থ্য চিকিৎসা বিভাগ

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লক ডউন চলাকালে ঘরে থেকে অসুস্থজনের জন্য চিকিৎসা সেবা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চিকিৎসা সহয়তা কমিটি। আজ (২২ এপ্রিল ২০২০) কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব কর্তৃক স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়

‘কোভিড সংক্রমণের এই দুর্যোগ মুহূর্তে সাধারণ রোগীদের চিকিৎসা সংক্রান্ত পরামর্শ গ্রহণের সুবিধার্থে আমাদের কমিটির উদ্যোগে প্রথম পর্যায়ে ১০৮ জন চিকিৎসকের সমন্বয়ে একটি প্যানেল গঠন করা হয়েছে। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফেসবুক গ্রুপ http://(https://www.facebook.com/groups/nirmulcommittee/) ও পেইজে (https://www.facebook.com/একাত্তরের-ঘাতক-দালাল-নির্মূল-কমিটি-104792680905616/) তাদের বিস্তারিত তথ্য পোস্ট করা হয়েছে। যে কোন ব্যক্তি নিন্মোত্ত চিকিৎসকদের সাঙ্গে টেলিফোনের মধ্যেমে যোগাযোগ করে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।

অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়ুয়া, সভাপতি ও অধ্যাপক ডাঃ মামুন আল মাহতাব, সাধারণ সম্পাদক চিকিৎসা সহায়তা কমিটি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108