ভাড়াটিয়া বাড়ীতে; বাড়িওয়ালা হাজতে

0
460

ডেস্ক রির্পোটঃ

অনিয়ম ও অপরাধ বিভাগ

কোন কিছুরই অতিরঞ্জিতের ফল ভালো হয় না। তেমন ফলই কপালে জুটলো রাজধানীর কলাবাগানের আলোচিত বাড়ীওয়ালী নূর আক্তার শম্পার। সচিবালয় ও র‌্যাবের হুমকি দিয়ে শেষ পর্যন্ত র‌্যাবের হাতেই আটক হলেন তিনি।

এর আগে একমাসের বাড়ি ভাড়া বকেয়া থাকায় ভাড়াটিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া রাজধানীর পান্থপথ এলাকার বাড়িওয়ালা নূর আক্তার শম্পার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছিল ভুক্তভোগী পরিবার।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর পারভেজ আরেফিন জানান, ভাড়াটিয়াকে লাঞ্ছনার অভিযোগের ভিত্তিতে আমরা বাড়িওয়ালা শম্পাকে নজরদারিতে রাখি। এর ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

গত রোববার (১৯ এপ্রিল) রাতে পান্থপথের ৫৮/৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতকসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। পরে র‌্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় ভাড়াটিয়াকে বাড়িতে রাখার অনুরোধ জানালেও শম্পা অস্বীকৃতি জানান।

ভুক্তিভোগী আরো বাকি ভাড়াটিয়াসহ মামলা দায়ের কারী পরিবার ধৃত আসামীর উপযুক্ত বিচার দাবি করেন।

 এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108