প্রতিবেদকঃ শামীমা আফরোজ
ইসলাম ও র্ধম বিভাগ
সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম শাইখ আবদুর রহমান আস সুদাইস বলেছেন, পবিত্র রমজান মাসে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ হবে। তবে অন্যান্য বছরের মতো ২০ রাকাত হবে না বরং ১০ রাকাত পড়া হবে এবং তা হবে দুই মসজিদ কর্তৃপক্ষের কর্মকর্তা-কর্মীদের নিয়ে। এ সিদ্ধান্ত শুধু মসজিদুল হারাম ও মসজিদে নববীর জন্য। এর আগে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আব্দুলআজিজ আল-শেখ দেশটির বাসিন্দাদের তারাবি এবং ঈদের নামাজ ঘরে পড়ার আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার শাইখ আবদুর রহমান আল সুদাইস এ কথা জানান। শাইখ সুদাইস বলেন, করোনাভাইরাসের কারণে সামগ্রিক দিক বিবেচনা করে মক্কা-মদিনাবিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রমজান-সংশ্লিষ্ট কিছু নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ গুলো হলো:
১. সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ, তারাবি ও শেষ ১০ দিন তাহাজ্জুদের (কিয়ামুল লাইল) জামাত চলবে। তবে তা হবে দুই মসজিদের কর্মীদের নিয়ে। বাকিদের বাড়িতেই নামাজ আদায়ের কথা বলা হয়েছে।
২. ইমাম-মুয়াজ্জিন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অনুমোদিত ব্যক্তি ছাড়া অন্যদের প্রবেশ নিষিদ্ধ।
৩. যাবতীয় ইফতার আয়োজন ও পরিবেশনা স্থগিত। তার পরিবর্তে মক্কা-মদিনাজুড়ে প্যাকেটজাত ইফতার বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
৪. ইতিকাফের কোনো ব্যবস্থাপনা থাকছে না।
৫. ২০ রাকাতের স্থলে তারাবি হবে পাঁচ সালামে মোট ১০ রাকাত।
৬. প্রতিদিন দুজন ইমামের একজন তারাবির প্রথম ছয় রাকাত এবং অপরজন বিতরসহ অবশিষ্ট চার রাকাত নামাজ পড়াবেন।
৭. প্রতি তারাবিতে কোরআনে কারিমে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে সৌদি আরবে মসজিদে জামাতে নামাজ বন্ধ রয়েছে।
ওয়ার্ল্ড ওমিটারের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৭৭২ জন। মারা গেছেন ১১৪ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108