আগামী ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি বৃদ্ধির ঘোষণা

0
341

প্রতিবেদকঃ নিশাত বিথি

জাতীয় বিভাগ

করোনাভাইরাস মোকাবিলায় আগামী ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানো হয়েছে। এবারের ছুটিতে বেশ কিছু নির্দেশনা রয়েছে।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন একথা জানান। তিনি বলেন, ৫ মে (মঙ্গলবার) পর্যন্ত সরকারি ছুটি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে কাজ চলছে। কাজ শেষ হলে প্রজ্ঞাপন জারি হবে।
করোনা সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এরপর ৪ এপ্রিল থেকে ১১ এপ্রিল, পরে তা বাড়িয়ে ১৪ এপ্রিল করা হয়। চতুর্থ দফায় ১৪ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ায় সরকার। এর মধ‌্যে করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনায় ৫ মে পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। 

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108