প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী
প্রকৃতি ও পরিবেশ বিভাগ
পর্যটকশূন্য কক্সবাজারে মনের আনন্দে সৈকতে খেলা করতে দেখা যায় অসংখ্য ডলফিনদের। কিন্তু এখন সে মনোরম দৃশ্য আর দেখা যাচ্ছে না। কারণ জেলেদের জালের ফাঁদে আটকা পড়ে মারা যাচ্ছে অনেক ডলফিন এবং ভেসে আসছে কক্সবাজারের বিভিন্ন উপকূলে। কিন্তু জেলেদের উৎপাতে এখন ডলফিন গুলোকে সমুদ্রতীরে দেখা যাচ্ছে না।
স্থানীয়রা জানিয়েছেন, ডলফিন খাবার সংগ্রহের জন্য মাছের পাল এর পিছনে থাকে। জেলেরাও বিষয়টি জানে। মাছ ধরার জন্য জেলেরা সাগরের চারপাশে জাল দিয়ে ঘিরে ফেলে আর সে সময় জেলেদের জালে আটকা পড়ে ডলফিনগুলো মারা যাচ্ছে।
কিছুদিন আগে কক্সবাজারের টেকনাফে শাপলাপুর সৈকত একটি বড় মৃত ডলফিন ভেসে আসে। ডলফিনটি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
গত ২৩ মার্চ থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে একদল ডলফিন খেলা করতে দেখা যাচ্ছিল। ১০ থেকে ১২ টি ডলফিনের এই দলটি সাগরের নীল জলে খেলা করত। সমুদ্র সৈকতের একদম কাছ থেকে এই রকমভাবে ডলফিনদের এর আগে কখনো খেলা করতে দেখা যায়নি।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108