প্রতিবেদকঃ শামীমা আফরোজ
স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন চারজন। এনিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৯ জন মৃত্যুবরণ করেছেন। এনিয়ে মোট মৃত্যুবরণ করেছেন ১৪০ জন।
আজ শনবিার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অনলাইন বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩,৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৩০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪,৯৯৮। গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছিলেন ৫০৩ জন। মোট শনাক্ত হয়েছিলেন ৪,৬৮৯ জন। এ ছাড়া গতকাল পর্যন্ত আরও ৪ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১৩১।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এছাড়াও গনমাধ্যমের হিসাব অনুযায়ী সারাবিশ্বে ভাইরাসে মোট আক্রান্ত ২৮,১২,৫৫৭ জন, মোট সুস্থ হয়ে উঠেছেন ৭,৮১,৩৮২ জন এবং মোট মৃত ১,৯৭,২১৭ জন।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108