প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
এক মাসের বাসা ভাড়া বাকি থাকায় ভাড়াটিয়া সিএনজিচালক নূরুল হককে ঘর থেকে বের করে দেওয়ার পর বাড়ির মালিক বাচ্চু মিয়াকে বুঝিয়ে আবার তাকে ঘরে তুলে দিয়েছেন শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম।
এর আগে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসার মালিক বাচ্চু মিয়া তার বাসা থেকে ভাড়াটিয়া নূরুল হককে মারধর করে বের করে দেন বলে অভিযোগ পাওয়া যায়। এতে ৯ বছর বয়সের শিশু সন্তান নিয়ে পুরো একদিন না খেয়ে রাস্তায় ঘুরেন নূরুল। থানায় গিয়েও কোনো সাহায্য পাননি। পরে শ্রীমঙ্গল র্যাব ক্যাম্পের অধিনায়ক এএসপি মো. আনোয়ার হোসেন শামীম সংশ্লিষ্ট ইউনয়নের চেয়ারম্যানকে সাথে নিয়ে গত বৃহস্পতিবার রাতে বাড়ির মালিককে বুঝিয়ে নূরুল হককে আবার তার বাড়িতে তুলে দেন।
নূরুল হক বলেন, করোনাভাইরাসের কারণে গাড়ি চালানো বন্ধ। প্রায় একমাস ধরে ঘরবন্দি হয়ে আছেন। লকডাউনে গাড়ি চালানো বন্ধ থাকায় পরিবার চালানো কঠিন হয়ে গেছে। বাড়ি ভাড়াও দিতে পারছেন না। খুব কষ্ট করে দিনযাপন করছিলেন। এর মাঝে এক মাসের বাড়ি ভাড়া বকেয়া পরায় বাড়ির মালিক ঘর থেকে বের করে দেন। স্ত্রী সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে থানায় গিয়েছিলেন পুলিশ বলেছে পরে আসার জন্য।
সন্ধ্যায় র্যাবের আনোয়ার স্যার নূরুলের ঘটনা শুনে আগে তাদের খাবার দেন, পরে রাতে ওই ভাড়াবাড়িতে নিয়ে যান। শ্রীমঙ্গল র্যাব-৯ ক্যাম্পের অধিনায়ক আনোয়ার হোসেন শামীম বলেন, ‘এই দুর্যোগের সময় এটি একটি আমানবিক ঘটনা। আমি সংশ্লিষ্ট চেয়ারম্যানকে সাথে নিয়ে বাড়ির মালিককে বুঝিয়ে শুনিয়ে নূরুল হককে তার বাড়িতে দিয়ে আসি। একই সাথে যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন ওই বাড়ির মালিক ভাড়াটিয়াকে ভাড়ার জন্য আর চাপ দেবে না। যারা সেচ্ছায় ভাড়া দেবে শুধু তাদের ভাড়াই সে নেবে।’
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ 01831106108