প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)
শ্রীমঙ্গল থানা প্রতিনিধি
শনিবার পবিত্র মাহে রমজান শুরু হবে এ কারণে শুক্রবার কমলগঞ্জের প্রতিটি হাটবাজারে সকালে মানুষের ঢল নামে। প্রতিটি বাজারে সামাজিক দূরত্ব বলতে কিছুই ছিল না। বাজারগুলো আগের মতোই বেচা-কেনা হয়। বাজারে ভিড় বাড়ায় উপজেলা প্রশাসন বিকালে ঝটিকা অভিযান পরিচালনা করে। শুক্রবার সকাল ১১টায় ভানুগাছ ও সমসেরনগর বাজারে এ দৃশ্য চোখে পড়ে।
শনিবার পবিত্র মাহে রমজান উপলক্ষে ভানুগাছ, শমসেরনগর, আদমপুরসহ প্রতিটি বাজারে মানুষের পদচারণা বিগত সময়ের চেয়ে বেশি পরিলক্ষিত হয়। বিশেষ করে শুক্রবার ভানুগাছ বাজার, সমসেরনগর বাজারে অন্যান্য দোকানপাট খুলে বসেন ব্যবসায়ীরা। রিকশা, সিএনজি অটোরিকশা সংখ্যা চলাচল বেড়ে যায়। বেশি মানুষ দেখা যায় সবজি ও মুদি দোকানে। ব্যবসায়ীরা হিমশিম খান মালামাল বিক্রি করতে।
ভানুগাছ বাজারে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ এফএম নিউজকে বলেন, তেল, লবণ, ছোলা বিক্রি বেশি হয়েছে। মনে হয় রমজানকে কেন্দ্র করে বাজারে মানুষজন এসেছেন বেশি। এদিকে বাজারে মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার খবরে দ্রুত অ্যাকশনে নামে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক ও এসিল্যান্ড নাসরিন চৌধুরীর নেতৃত্বে পৃথকভাবে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান করা হয়। প্রশাসন মাঠে নামায় লোকজন হাটবাজার থেকে দ্রুত বাড়ি ফিরে যান।
সরকারে নিদের্শনা অমান্য করায় আটক ও জরিমানা করা হয়। বিভিন্ন বাজারে খোলা দোকানপাট বন্ধ করে দেয় প্রশাসন। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক এফএম নিউজকে বলেন, বাজারে মানুষের উপস্থিতি কিছু বেড়েছিল। জরিমানা করা হয়েছে। বাজারে বাজারে টহল জোরদার করা হয়েছে। সবাইকে ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।
এফএম নিউজ…
আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী…
বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108