হিন্দু সম্প্রদায়ের অন্তেষ্টিক্রিয়ার দ্বায়িত্ব নিলেন মেয়র নাছির

0
377

প্রতিবেদকঃ আছিফ রহমান শাহীন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

নগরে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সনাতন সম্প্রদায়ের যারা মৃত্যুবরণ করবেন তাদের সৎকার বা অন্তেষ্টিক্রিয়া সম্পাদনের জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করবেন চসিক মেয়র আ.জ.ম নাছির উদ্দীন।

এ উপলক্ষে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উত্তম কুমার শর্মা, সাবেক কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, জন্মাষ্টমী কেন্দ্রীয় কমিটির প্রকৌশলী আশুতোষ দাস, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রিংকু কুমার শর্মা, চসিক প্রকৌশলী সুদীপ বসাক, ঝুলন কুমার দাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুর রশীদ লোকমান, প্রকৌশলী রতন কুমার চৌধুরী, শিবু দত্ত প্রমুখ।

মেয়র সৎকারের আনুষ্ঠানিকতায় চসিক থেকে লোকবল, গাড়িসহ প্রয়োজনীয় উপকরণ দিয়ে সহায়তা করবে বলে জানিয়েছেন কমিটির কর্মকর্তাদের।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108