করোনায় যশোর হতে চলেছে দুই নাম্বার বিপদজনক স্হান

0
378

প্রতিবেদকঃ শামীমা আফরোজ

যশোর জেলা প্রতিনিধি

যশোরে ৪৭ জনের নমুনা টেস্ট করে ১০ জন করোনা রোগী পাওয়া গিয়েছে। মানে দাড়ালো প্রতি ১০ জনে ২.১২ জন আক্রান্ত। হিসাব অনুসারে টেস্টের ২১.২% আক্রান্ত। সুতরাং নারায়নগঞ্জের পর যশোরই হতে চলেছে দুই নাম্বার বিপদজনক স্থান।

এই অঞ্চলের মানুষ এখনো সচেতন না। বিভিন্ন পাড়া মহল্লা ঘুরলে এখনো চোখে পরে মানুষের অবাধ চলাফেরা। পাড়া মহল্লার চায়ের দোকানগুলোতে এখনো আড্ডা চলে। বেনাপোল বর্ডার কাছে থাকায় এই অঞ্চলের সংক্রমণের হার বেশি। এছাড়া প্রতিনিয়ত ঢাকা থেকে মানুষ প্রবেশ করছে এই জেলায়।
আজকে যশোরের ১০ জন যারা করোনায় আক্রান্ত ব্যাক্তিদের বিস্তারিতঃ ১.মাকসুদা খাতুন, বয়স-৪৮, চৌগাছা। ২.হাফিজা পারভিন, বয়স-৪৭, চৌগাছা। ৩.শিমুল আকতার, বয়স-২৭ ,চৌগাছা। ৪.রিনা, বয়স-২৬, চৌগাছা ৫.তাসনিম মির্জা, বয়স-৩৩, যশোর সদর। ৬.দিপ্ত, বয়স-২৫, বাঘারপাড়া। ৭.মোঃ আশিকুর রহমান, বয়স-২৮, কেশবপুর। ৮.ফিরোজ আহমেদ রিপন, বয়স-৩৮, কেশব পুর ৯.ডাঃ প্রদিপ চৌধুরী, বয়স-২৮, কেশবপুর। ১০.নাজমুল করিম, বয়স-৪৮, কোশবপুর।
এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108