ট্রাক পিকআপে মানুষের বহন ঠেকাতে মহাসড়কে ওয়াচ টাওয়ার

0
332

প্রতিবেদকঃ এইচ এম রফিকুল ইসলাম (ভিপি কামাল)

শ্রীমঙ্গল থানা প্রতিনিধি

ট্রাক, পিকআপে করে অভিনব পন্থায় মানুষের বহন ঠেকাতে ঢাকা-সিলেট মহাসড়কে ওয়াচ টাওয়ার স্থাপন করেছে পুলিশ। সিলেট জেলায় মানুষের প্রবেশ ও বের হওয়া ঠেকাতে এই পন্থা অবলম্বন করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে এ টাওয়ার স্থাপন করা হয়। মাধবপুর ট্রাফিক জোনের ইন্সপেক্টর ফারুক আল মামুন জানান, মহাসড়কে মানুষের চলাচল বন্ধ করতে এবং এক জেলা থেকে অন্য জেলায় মানুষের আগমন গমন ঠেকাতে শুরু থেকেই সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর সোনাই নদীর ব্রিজ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। তবে এর মাধ্যমে ট্রাকের ভেতর ভালোভাবে দেখা যায় না। আবার ট্রাকে উঠাও কষ্টকর। তাই এই ওয়াচ টাওয়ারের ব্যবস্থা।

মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন জানান, এর মাধ্যমে কেউ এক জেলা থেকে অন্য জেলায় ট্রাকে করে যেতে পারবে না।

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108