ব্রাহ্মণবাড়িয়ায় আবারো বর্ববর হামলাঃ প্রাণ গেল দুই মাসের শিশুর

0
354

প্রতিবেদকঃ সানজিতা আক্তার সাথী

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ফারিয়া নামের ২ মাস বয়সী এক শিশুর। সোমবার বিকেলে নাসিরনগর উপজেলার গোকর্ন ইউনিয়নে এই ঘটনা ঘটে। ফারিয়া গোকর্ন ইউনিয়নের কবির মিয়া ও জোস্না বেগমের সন্তান।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, বিয়ের পর থেকেই জোস্না বেগম তার বাবার বাড়িতে বাস করে আসছিল। কিছুদিন আগে তিনি বাড়ি করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জমি কেনেন। তার জমির পাশেই জমি কেনেন জসিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি। দুই জমিতে চলাচলের রাস্তা নিয়ে তাদের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে সোমবার বিকেলে জসিম ও জোস্নার মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে জসিম ১০/১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে জোস্নার ওপর হামলা করে।

এ সময় জোস্না প্রাণ বাঁচাতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। জসিম লোকজন নিয়ে সেখানে গিয়ে হামলা করে। এই সময় জোস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়ার মাথায় আঘাত লাগে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়। ওসি আরও জানান, এই ঘটনায় থানায় মামলার দায়ের করার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম কাজ করছে। সূত্র : যমুনা টিভি

এফএম নিউজ

আপনার এগিয়ে যাওয়ার সঙ্গী

বিজ্ঞাপন+বার্তা বিভাগঃ01831106108